নারায়ণগঞ্জ প্রতিনিধি : শীতলক্ষ্যা নদী থেকে ৫ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১। ৭ আগষ্ট বিকেলে রূপগঞ্জ থানার তারাব সুলতানা কামাল সেতুর নীচে শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে এসব নৌ-চাঁদাবাজদের গ্রেফতার করে র্যাব। ধৃতরা হলো, মোঃ নূর আলম ভূইয়া(৪৯), সাং- হাটিপাড়া, মন মোহন বিশ্বাস (৩৫), সাং-টাটকি, মোঃ ইলিয়াছ ফকির (৪৩ সাং-পূর্ব হাটি পাড়া, মোঃ সোহানুর রহমান@ সুমন প্রধান (২৫), সাং- তারাব উত্তর পাড়া, মোঃ ওমর ফারুক (৩৪) সাং- তারাব উত্তর পাড়া, উভয় পোঃ তারাব বাজার, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ সকলেই একই এলাকার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের ৯৮ হাজার ৬০০ টাকা এবং ৮ টি চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়। জব্দ করা হয় চাঁদাবাজিতে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নুর আলম ভূইয়া নিজেকে বিআইডব্লিউটিএ এর ইজারাদার দাবী করে একটি শুল্ক আদায়ের অনুমতি পত্র ও ১টি চুক্তিপত্র প্রদর্শন করে। অনুমতি পত্রে স্পষ্ট উল্লেখ রয়েছে “নদী পথে চলাচলরত নৌযান হতে কোন প্রকার শুল্ক আদায় করা যাবে না”। এবং চুক্তিপত্রে উল্লেখ রয়েছে- “বিআইডব্লিউটিআই এর ঘাট বা পল্টুন ব্যবহার করে ৫০০ টন পর্যন্ত মালামাল লোড-আনলোড করলে সবোর্চ্চ ২০০ টাকা র্চাজ নিতে পারবে”। কিন্তু এই অসাধু চক্র সব নীতিমালা লঙ্ঘন করে দীঘদিন ধরে নৌপথে চাঁদাবাজি করে আসছে। সিলেট থেকে পাথর কয়লা ও বালুবাহী বাল্কহেড গুলো শীতলক্ষ্যা নদী দিয়ে নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলায় যাতায়াত করে থাকে। এই নৌ-যান গুলো অত্র এলাকায় পৌছলে তারা নৌ-শ্রমিকদের ভয়ভীতি ও হুমকি দিয়ে চাঁদা আদায় করে আসছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধিন বলে জানায় র্যাব।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি