স্টাফ রিপোর্টার, কালের খবর : ‘ছাত্রদের নিরাপদ সড়কের জন্য আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে নিজের গাড়ির এবং ড্রাইভারের লাইসেন্স থাকা সত্ত্বেও রিকশায় চড়ে নিজের গন্তব্যে গেলেন বঙ্গবন্ধুর দৌহিত্র এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। অবশ্য এই ঘটনা তাঁর জন্য নতুন কিছু নয়। তিনি প্রায়ই এভাবে রিকশায় চড়ে চলাফেরা করে থাকেন।’
বৃহস্পতিবার (০২ আগস্ট) ববির রিকশায় চড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয় তন্ময় আহমেদ নামে একটি ফেসবুক আইডিতে। ওই ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট এবং কালো প্যান্ট পরা রাদওয়ান সিদ্দিক একটি রিকশায় চড়ে যাচ্ছেন। এরপর রিকশা থেকে নেমে হেঁটে চলে যান তিনি।
উল্লেখ্য, রাজধানীর বিমানবন্দর সড়কে গত ২৯ জুলাই বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার জেরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবারও রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি