সিলেট প্রতিনিধি, কালের খবর : সিলেটে হজরত শাহজালালের (রহ.) ৬৯৭তম ওরস আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। দুই দিনের ওরস উপলক্ষে দরগা শরিফ প্রাঙ্গণ সেজেছে উৎসবের সাজে।
ভক্তদের কাছে দরগা শরিফকে আকর্ষণীয় করে তুলতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে মাজার কর্তৃপক্ষ। শান্তিপূর্ণভাবে ওরস শেষ করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা।
প্রতি বছর আরবি মাসের ১৯ ও ২০ জিলকদ দুই দিনব্যাপী হজরত শাহজালালের (রহ.) ওরস অনুষ্ঠিত হয়ে থাকে। এ ধারাবাহিকতায় এবারও পালিত হচ্ছে ওরস। গতকাল বুধবার রাত থেকে শুরু হয়েছে ওরসের পশু জবাই। আজ বৃহস্পতিবার সকাল থেকে মূল ওরস শুরু হবে। হজরত শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষের প্রতিনিধি জুন্নুন মাহমুদ খান জানান, আজ সকাল ৯টার পর মাজারে গিলাফ ছড়ানো হবে। দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। আগামীকাল শুক্রবার সকালে শিরনি বিতরণ করা হবে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি