নবীনগর থেকে মো: কবির হোসেন, কালের খবর : ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের ভৈরবনগর গ্রামে বুধবার (১/৮) সকালে প্রতিপক্ষের হামলায় প্রাণ বাচাঁতে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ হারায় মোজাম্মেল হক(৩২)। সে ওই গ্রামের মহরম আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, দীর্ঘ দিনের এলাকায় আদিপত্য ও শত্রুতার জের ধরে বিএনপির নেতা শহীদ মেম্বার ও আ'লীগের নেতা মদন মেম্বারের গ্রুপের মধ্যে হামলা মামলা চলে আসছে।
বুধবার সকালে শহীদ মেম্বারের লোকজন মদন মেম্বারের লোকজনের উপর হামলা চালালে প্রাণ বাচাঁতে মদন মেম্বারের ভাতিজা মোজাম্মেল বাড়ির পাশে নদীতে ঝাঁপ দিলে আর ভেসে উঠেনি। পরে স্থানীয় লোকজন তাকে নদী থেকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষনা করে। এ খবর পেয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ আসলাম সিকদারের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে যান।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি