নবীনগর থেকে,মোঃ কবির হোসেন, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দী ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে শুক্রবার দুপুরে তাজুল ইসলাম কে রাসেল নামে এক পাগল ধারালো বটি দা দিয়ে বুকে আঘাত করলে সাথে সাথেই তার মৃত্য হয় এবং বড়িকান্দি গ্রামের দেওয়ান বাড়ির মারুফ নামের এক ছেলেকে জমির মিয়ার ছেলে বিপ্লব ঢেকে নিয়ে ধারাল ছুরি দিয়ে বুকে এবং পেটে আঘাত করলে নরসিংদী হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।
দুটি খুনের ঘটনা স্থলই নবীনগর থানার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল, অফিসার ইন চার্জ আসলাম সিকদার, সলিমগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচা্র্জ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ পরিদর্শন করেন।
ধরাভাঙ্গা গ্রামের খুনি রাসেল কে পুলিশ গ্রেফতার করেছে, বড়িকান্দি গ্রামের খুনি বিপ্লবকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি। লাশ দুটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি