কালের খবর ডেস্ক : শ্রীধর চিল্লল। ৮২ বছর বয়সী এই লোকের বসবাস ভারতে, পুনে শহরে।
শ্রীধরের বাঁ হাতের পাঁচটি আঙুলের সম্মিলিত নখের দৈর্ঘ্য ৯ মিটার (৯১০ সেন্টিমিটার বা প্রায় ৩০ ফুট)। প্রতিটি নখের দৈর্ঘ্য প্রায় ১৯৮.৮ সেন্টিমিটার।
২০১৬ সালে এই নখের কারণে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান তিনি।
অবশেষে ৬৬ বছর পর তিনি তার নখ কেটেছেন। ভারতীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, মঙ্গলবার নিউ ইয়র্কে ‘রিপলি’স বিলিভ ইট অর নট’ আয়োজিত এক অনুষ্ঠানে নখ কাটেন তিনি।
নিউ ইয়র্কের টাইম স্কয়ারে রিপলি’স বিলিভ ইট অর নট মিউজিয়ামে নখগুলো প্রদর্শনের জন্য সংরক্ষিত থাকবে।
সূত্র: ডেইলি মেইল।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি