এম আই ফারুক, কালের খবর : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন স্থগিতের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
এর আগে বিএফইউজে নির্বাচন স্থগিতের আদেশ প্রত্যাহার চেয়ে শ্রম আদালতে আবেদন করা হয়।
সোমবার ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান ড. শাজাহানের আদালতে এ আবেদন করেন বিএফইউজে'র সভাপতি পদপ্রার্থী মোল্লা জালাল।
আইনজীবী আনিছুজ্জামান তুমিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বিএফইউজেনির্বাচন স্থগিত আদেশ প্রত্যাহার করা হয়েছে।
গত বৃহস্পতিবার শ্রম আদালতে সাংবাদিক খায়রুল আলম ও সেবিকা রানীর করা মামলার প্রেক্ষিতে ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান ড. শাজাহান এ নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছিলেন।
দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি