গাজীপুর প্রতিনিধি, কালের খবর : গাজীপুর সিটি কর্পোরেশনের বড়বাড়ি এলাকায় একটি ফোম তৈরির কারখানা ও গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় সাড়ে ৫ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার ভোর ৫টার দিকে ওই এলাকার একটি বানজিং বাংলাদেশ লিমিটেড নামক কারখানায় আগুন লাগে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বড়বাড়ির জয়বাংলা রোড এলাকাস্থ বানজিং বাংলাদেশ গ্রুপের জিও টেক্সটাইল নামের ফাইবার থেকে বস্তা তৈরির কারখানা ও গুদামে আগুন লাগে।
খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভেতরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তদন্ত ছাড়া বলা যাবে না বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি