নরসিংদী প্রতিনিধি, কালের খবর : নরসিংদীর রায়পুরায় দুই সন্তানতে হত্যার পর বাবাও আত্মহত্যা করেছে। আজ শুক্রবার ভোরে তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাজল মোল্লা (৩২), কাকলী আক্তার (৮) ও সোয়ান মোল্লা (৫)। পুলিশ ধারণা করছে, দারিদ্রের কারণে কাজল আত্মহত্যা করেছে। এলাকাবাসীরা জানান, কাজল তিন বছর ধরে শ্বশুর বাড়িতে থাকতো। অটোরিকশা চালিয়ে পরিবার চালাত। কিন্তু আটোরিকশা চালিয়ে যা পেতো তা দিয়ে সংসার চলতো না। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দারিদ্র্যের কারণে সন্তানদের নিয়ে কাজল আত্মহত্যা করেছেন। তদন্তের আগে এর বেশি কিছু বলা সম্ভব নয়। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন ।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি