ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, কালের খবর : ঈদের দিন বেড়াতে গিয়ে স্বামী জুয়েল রানার মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর সুমি(২০) আক্তারের মৃত্যু হয়েছে। ঈদের দিন দুপুরে টাঙ্গাইল শহরের বৈল্যা এলাকায় এ ঘটনা ঘটে। তাদের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার আকুর টাকুর পাড়া এলাকায়।
নিহতের স্বামী জুয়েল রানা জানান, সকালে ঈদুল ফিতরের নামাজ শেষে স্ত্রী সুমিকে নিয় মোটরসাইকেল করে বেড়াতে বের হই। শহরের বিভিন্ন এলাকা ঘুরে দুপুর পৌনে একটার দিকে বৈল্যা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির গতি নিয়ন্ত্রণ হারিয়ে যায়। মোটরসাইকেলটি পড়ে যাওয়ার সাথে সাথে সুমি ছিটকে দুরে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় সুমিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুমন পাল জানান, দুপুর একটার দিকে সুমিকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পথেই সুমির মৃত্যু হয়েছে।
দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন ।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি