কালের খবর ডেস্ক : রমজান শেষে দরজায় কড়া নাড়ছে ঈদ। কিন্তু ঈদের তেমন আমেজ নেই উখিয়া-টেকনাফের ক্যাম্পে বসবাসরত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের।
কক্সবাজারের উখিয়া-টেকনাফে অবস্থানরত রোহিঙ্গাদের মাঝে ঈদ উদযাপনের তেমন কোন আমেজ নেই বললেই চলে। িরোহিঙ্গাদের মধ্যে যাদের আর্থিক অবস্থা কিছুটা ভালো তাদের কাউকে কাউকে দেখা গেছে ক্যাম্প নিকটবর্তী বাজার থেকে ঈদের কেনাকাটা করতে। তবে বেশিরভাগ রোহিঙ্গা রয়েছে হতাশায়।
রোহিঙ্গারা জানিয়েছে, ক্যাম্প কর্তৃপক্ষের দেওয়া ঈদ সামগ্রী কেউ কেউ পেলেও, অনেকেই পায়নি। তবে প্রশাসনের দাবি, তাদের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও রোহিঙ্গাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে।
সাম্প্রতিক সময়ে ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণের কারণে দূর্ভোগে আছেন রোহিঙ্গারা। পর্যাপ্ত জায়গার অভাবে ঈদের নামাজ আদায় করতে পারবেন কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকেই।
তবে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, রোহিঙ্গাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
মিয়ানমারে সহিংসতার মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা বলছেন, জাতিগত স্বীকৃতির পাশাপাশি পূর্ণ অধিকার নিয়ে নিজ দেশে ফিরতে পারাটাই হবে তাদের জন্য সবচেয়ে ‘বড় ঈদ’।
দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন ।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি