মো :কবির হোসেন, কালের খবর :
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে নবীনগর আয়েশা.টিভি উজ্জ্বল ও নিরপেক্ষ ভূমিকা পালন করছে, সাধারন মানুষের কল্যানে ও দেশের উন্নয়নের স্বার্থে এই অনলাইন টিভি নিরলস কাজ করবে এবং অজানা ঘটনা প্রশাসনে নজরে আনবে এটাই বিশ্বাস করি, এই কথাগুলো বললেন ইউএনও মোহাম্মদ মাসুম।
তিনি বৃহস্পতিবার (১৪/৬) বিকালে আয়েশা.টিভি পরিবারের উদ্যোগে ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সম্মাণার্থে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, আয়েশা.টিভি কলাকৌশুলীরা যেভাবে কাজ করছে তাদের ধন্যবাদ না জানিয়ে পারা যায়না, আয়েশা.টিভির প্রকাশক জাহাঙ্গীর আলমকে এ সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমকে জসীম উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, এসিল্যান্ড জেপি দেওয়ান, অত্র ক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা শিল্পকলা একাডেমির সেক্রেটারি সাংবাদিক সঞ্জয় সাহা, স্কাউটস সম্পাদক রেজাউল করিম বাবুল, অত্র ক্লাবের সেক্রেটারি খানজাহান আলী চৌধুরী প্রমূখ। দোয়া মাহফিলের পর সকলে ইফতার গ্রহন করেন।
দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন ।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি