কালের খবর ডেস্ক : বিবাহ বহির্ভূত একাধিক সম্পর্ক রক্ষা করতে এক প্রেমিককে সঙ্গে নিয়ে আরেক প্রেমিককে হত্যার অভিযোগ উঠেছে এক বিবাহিত নারীর বিরুদ্ধে। নিহত ওই প্রেমিকের নাম অজয় কর।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, অভিযুক্ত নারী সখী বিশ্বাস ও তার প্রেমিককে পুলিশ গ্রেফতার করেছে। খবর এবিপি আনন্দ।
নিহত অজয় করের পরিবার জানান, গত বুধবার গভীর রাতে অজয়ের মৃতদেহ পাওয়া যায় রেললাইনের পাশ থেকে। এর আগে, বুধবার সকাল থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
অজয়ের পরিবারের দাবি, ‘সখী বিশ্বাসের সঙ্গে অজয়ের সম্পর্ক আগে থেকেই ছিল। এছাড়া সখীর সঙ্গে বিশ্বজিত নামে আরেক যুবকেরও সম্পর্ক ছিল। অজয় সে সম্পর্কের কথা জেনে যাওয়ায় সখী আর বিশ্বজিত মিলে অজয়কে খুন করেন।’
ইতোমধ্যে অভিযুক্ত নারী সখী ও তার প্রেমিক বিশ্বজিতকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।
দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন ।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি