মৌলভীবাজার প্রতিনিধি, কালের খবর :
বর্ণাঢ্য আয়োজনে কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুলাউড়া ছামী-ইয়ামী চাইনিজ বাংলা রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন।
কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির নব-গঠিত কমিটির সভাপতি সৈয়দ আশফাক তানভীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজ শাকিলের সঞ্চলনায় প্রধান আলোচকের বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মানবকণ্ঠের ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন পলাশ। স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির বিদায়ী সাধারণ সম্পাদক সেলিম আহমেদ।
কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আব্দুল আহাদ, কোষাধ্যক্ষ বিকাশ মল্লিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু আহমদ, নির্বাহী সদস্য আশীষ কুমার ধর, মো. আলাউদ্দিন কবির, আব্দুল করিম বাচ্চু, সুমন আহমদ, এম.এ কাইয়ুম, আলম সাইফুল। দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন ।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি