নবীনগর উপজেলা প্রেসক্লাব নিউজ : কবির হোসেন, কালের খবর :
ভোক্তা অধিকার সুরক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিভিন্ন অনিয়মের কারণে দোকানদারকে মোবাইলকোর্টে ভোক্তা অধিকার অাইনে জরিমানা করা হয়েছে।
অাজ (২২/৫) মঙ্গলবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান নবীনগর থানা পুলিশের সহযোগিতায় এ মোবাইলকোর্ট পরিচালনা করেন।
সালাম রোডের বন্ধন বস্ত্রালয়ের স্বত্বাধিকারী দিলীপ বিশ্বাসকে তৈরী পোশাকে ক্রয়মূল্যের দ্বিগুণ দাম নির্ধারণ করায় দশ হাজার টাকা, সওদাগর মার্কেটের সুন্দরী এক্সক্লোসিভের স্বত্বাধিকারী বাবুল মিয়াকে ক্রয় রশিদ দেখাতে না পারায় তিন হাজার টাকা, এ মার্কেটের মামুন বস্ত্রালয়ের
স্বত্বাধিকারী নাছির মিয়াকে ক্রয় রশিদ দেখাতে না পারায় ও সরকারী কাজে অসহযোগিতা করায় পাঁচ হাজার টাকা, সালাম রোডের নূরজাহান হোটেলের স্বত্বাধিকারী কাউসার অালম বাবুলকে দোকানে মূল্য তালিকা না থাকায় দুই হাজার টাকা, সালাম রোডের সৈনিক হোটেলের স্বত্বাধিকারী অামজাদ হোসেন অাজাদকে দোকানে মূল্য তালিকা না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর কারণে পাঁচ হাজার টাকা, বড় বাজারের মাছ ব্যবসায়ী গৌরাঙ্গ চন্দ্র বর্মনের বাটকারা ওজনে কম হওয়ায় পাঁচশত টাকা, বড়বাজারের ইসমাইল মুদি দোকানের স্বত্তাধিকারী অাবু নাছেরকে মূল্য তালিকা না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, বাজার কমিটির প্রতিনিধি, এসি ল্যান্ড অফিসের অন্যান্য কর্মকর্তা ও বাজারের অনেক ক্রেতা সাধারণ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান বলেন- মাহে রমজানে সাধারণ মানুষের কষ্ট দুর করতে এবং ভোক্তা অধিকার সুরক্ষায় এ মোবাইলকোর্ট পরিচালনা করা হয়েছে। তবে এ অভিযান সব সময়ই অব্যাহত থাকবে।
....দৈনিক কালের খবর
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি