এম আই ফারুক আহমেদ, কালের খবর : এল পি আর এ থাকা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামকে একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সচিব মো. নজরুল ইসলামের তিক্ষ্ন মেধা, সততা ও আদর্শপরায়নতার কারণেই তিনি পূনরায় স্বপদে নিয়োগ পেলেন বলে জানা যায়।
অবসরোত্তর ছুটি বাতিল করে বৃহস্পতিবার এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ৫ জুন বা যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য তার এ নিয়োগ কার্যকর হবে।
চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র নিয়ে নির্ধারণ করা হবে।
বিসিএস ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নজরুল ২০১৭ সালের ১৫ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের দায়িত্ব পান। তার বাড়ি শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোণা গ্রামে।
সড়ক সচিবের দায়িত্বে আসার আগে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির চেয়ারম্যান এবং পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
......দৈনিক কালের খবর
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি