স্বাধীনতার মান
শেখ আবু সালেহ্ কাব্যিক আকাশ
দেশদ্রোহীর প্রাণ করিয়া নিপাত ম্লান,
মাতৃভূমির বক্ষে মোদের পতাকার উত্থান।
শুধু বাহুতেই নয় ভূমিতে গেড়েছি মোদের বঙ্গ-নিশান,
মোরা প্রাণ ত্যাগিতে ও পিছ-পা নহে রাখিতে দেশের মান।
মোরা বাহান্নতে বিশ্ব-দ্বারে দিলাম নব চমক,
সেই ধারাতেই জয় ছিনিলো একাত্তরের জনক।
আমরা বাঙ্গালী অদম্য আর আমরা যে বলিয়ান,
আমরা রাগী অবাধ্য আর আমরা যে তেজিয়ান।
ভিনদেশী কোনো হায়না যে তাই পায়নি আদৌ রেহাই,
অগ্র-হালেও সেই স্মারনীর নিবো যে মোরা ঠাই।
পক্ষে মোদের মহা শকতি বাংলা মায়ের দোয়া,
হাজার সালাম মাগো তোমায় হতে দাওনি বঙ্গ ক্ষোয়া।
বুকের মানিক ঠেলে দিয়াছ বন্দুক-গোলাবারুদের মাঠে।
ভয় করোনি হতেও লাশ দেশদ্রোহীর হাতে।
স্বাধীন লাগি উন্মাদী মোরা সৃজিয়াছি নয়া দিগন্ত,
বাংলার আকাশ উন্মুক্ত আজি সিমানা প্রাণবন্ত।
মুক্তির শপথে অটুট বাঙ্গালী ছুটিছে রাত্রি-বিহন,
বীরের জাতী হুংকারে সাধিলো বিশ্ব মানচিত্রের নবায়ন।
করেনি মাথা নত বাঙ্গালী দিলেও রক্ত প্রাণ,
লড়তে হলে লড়বো আবার তবু রক্ষিবো স্বাধীনতার মান।
.............দৈনিক কালের খবর
(নিজ ভবণ- ২৬/১১/১৭ ইং)
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি