কৃষি, স্বাস্থ্য এবং আধুনিক জীবন যাপনে বাংলাদেশ কেমন প্রযুক্তিময় হবে তারই বর্ণাঢ্য আয়োজন দেখালো এরিকসন বাংলাদেশ। বাংলাদেশে এরিকসনের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এই টেকনোলজিক্যাল প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনীতে এরিকসনের বিভিন্ন দিক বর্ণনা করেন এরিকসনের বাংলাদেশ, মালয়েশিয়া ও শ্রীলংকার প্রধান টড এসটন। তিনি বলেন, ‘আমরা গুরুত্বপূর্ণ এ খাতে প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করেছি। আমাদের ধারণা, উদ্ভাবনী তথা বৈপ্লবিক প্রযুক্তিতে আমূল পরিবর্তন এসেছে। ফলে দৈনন্দিন জীবন, ব্যবসা ও সমাজের নানাবিধ সমস্যা সমাধানের পথ উন্মোচিত হয়েছে।’
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি