কালের খবর :
ভারতে এক সিনিয়র সাংবাদিককে হত্যার দায়ে কুখ্যাত সন্ত্রাসী (গ্যাংস্টার) ছোটা রাজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই সাংবাদিকের নাম জ্যোতির্ময় দে।
বুধবার মুম্বাইয়ের এক আদালত এ রায় দেন। এ ছাড়া ওই সাংবাদিকে হত্যার দায়ে আরো আটজনকে দোষী সাব্যস্ত করেছে আদালত।
জানা গেছে, 'মিডডে ইভনিংগার' নামের স্থানীয় একটি পত্রিকায় কাজ করতেন সাংবাদিক জ্যোতির্ময় দে। ২০ জন গ্যাংস্টারকে নিয়ে একটি বই লেখার পরিকল্পনা করছিলেন তিনি। এ কারণে ২০১১ সালের জুন মাসে দিনের বেলা প্রকাশ্যে গুলি করে তাঁকে হত্যা করা হয়।
পুলিশ বলছে, ছোটা রাজনের প্রকৃত নাম রাজেন্দ্র এস নিখালজে। জ্যোতির্ময় দে-কে হত্যার নির্দেশ দিয়েছিলেন তিনি। জ্যোতির্ময় তাঁর লেখা বইয়ে ছোটা রাজনকে একজন ছোট অপরাধী হিসেবে অভিহিত করেছিলেন বলে মনে করা হচ্ছে। এ জন্য জ্যোতির্ময়কে হত্যা করা হয়।
অনুসন্ধানী সাংবাদিক হিসেবে বেশ সুনাম ছিল জ্যোতির্ময় দের।
পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ে বাড়ি ফেরার পথে স্থানীয় একটি বাজারে জ্যোতির্ময় দে-কে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনার সিসিটিভি ফুটেজও পাওয়া গেছে। আদালতে দোষী সাব্যস্ত সতীশ কালিয়া সাংবাদিক জ্যোতির্ময়কে লক্ষ্য করে মোট পাঁচটি গুলি করেন।
.......... দৈনিক কালের খবর :
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি