কালের খবর প্রতিবেদন : বিশ্বকাপ ক্রিকেটের পর্দা উঠছে ২০১৯ সালে। এবারের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্টিত হবে ইংল্যান্ডে এটা সবার জানা । তবে আই সিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বিশ্বকাপ ২০১৯ এর শুরু ও শেষের সময় ঘোষনা করেছে। ২০১৯ সালের ৩০ মে মাঠে গড়াবে ক্রিকেটের বিশেকাপের ১২ তম আসর। আর ফাইনাল হবে ১৪ জুলাই। কলকাতায় অনুষ্টিত মিটিংযে এই ঘোষনা দেওয়া হয়।
তবে ছূড়ান্ত সুচি ঘোষনা করা হবে ৩০ এপ্রিল। এদিনই জানা যাবে কোন কন দল কোন কোন গ্রুপে কার কার সাথে খেলছে।এবার বিশ্ব ক্রিকেটে অফগানিস্তান সহ মোট ১০ টি দল অংশ গ্রহন করবে। তবে ভাবনার বিষয় হলো বিশ্বকাপ ক্রিকেট ঘনিয়ে আসলেও বাংলাদেশ দলের কোচ নিয়ে এখনো ধোয়াশা কাটেনি।
কবে পাবে বাংলাদেশ তাদের প্রধান কোচ। এই মাসের মধ্যে পাবার কথা থাকলেও এখনো বিসিবি তা স্পট করে কিছু বলেনি।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি