কালের খবর ডেস্ক :
কমনওয়েলথ গেমসে যোগ দিতে অস্ট্রেলিয়ায় আছেন বাংলাদেশ শ্যুটার দল।আছেন দুই শ্যুটার আবদুল্লা হেল বাকী ও শাকিল আহমেদও। এ দু’জন রূপা জিতে উজ্জ্বল করেছেন বাংলাদেশের মুখ। এর মধ্যে এসে গেছে বাংলা নববর্ষ। বাঙালির প্রাণের এই উৎসবে দেশে নেই বলে তো আর থেমে থাকবে না নূতনের আহবান। তাই বাংলাদেশের পুরো শ্যুটার দলই বছরের প্রথম দিন কমনওয়েলথ ভিলেজ থেকে চলে গেলেন ব্রিসবেনে। সেখানে বসবাসকারী বাঙালিদের সাথে নববর্ষের উদযাপনে মাতলেন সবাই।
বছরের প্রথম দিনে শ্যুটারদের পেয়ে আনন্দে মেতেছেন প্রবাসীরাও। সংবর্ধনা দিয়েছেন রূপা জয়ী দুই কৃতি শ্যুটার বাকী ও শাকিলকে। সকলে মিলে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বোধন করেছেন নতুন বাংলা বছরের। প্রায় ৩ ঘণ্টা ব্রিসবেনে ছিলেন শ্যুটাররা। খেয়েছেন পান্তা-ইলিশ। উপভোগ করেছেন সাংস্কৃতিক অনুষ্ঠান।
১০ মিটার এয়ার রাইফেলে রূপা জিতেছেন বাকী। আর ৫০ মিটার পিস্তলে রূপা জিতেছেন শাকিল।
রোববার শেষ হচ্ছে কমনওয়েলথ গেমসের এবারকার আসর। ওইদিন বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে সমাপনী অনুষ্ঠান। সোমবার দেশে ফেরার কথা রয়েছে শ্যুটিং দলের।
দৈনিক কালের খবর / কে/এল /
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি