দৈনিক কালের কণ্ঠ থেকে পদত্যাগ করেছেন চৌধুরী আফতাবুল ইসলাম। পত্রিকাটির যুগ্ম-সম্পাদক পদ থেকে গত বৃহস্পতিবার পদত্যাগ করেন তিনি।
চৌধুরী আফতাবুল ইসলাম পদত্যাগের পরদিন শুক্রবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। যুক্তরাষ্ট্রে তিনি স্থায়ীভাবে বসবাস করবেন বলে জানা গেছে।
বিজ্ঞান লেখক হিসেবে সুপরিচিত চৌধুরী আফতাব কালের কণ্ঠের যাত্রার শুরু থেকেই ছিলেন। তিনি এর আগে দৈনিক আজকের কাগজে প্রধান সহ-সম্পাদক (চিফ সাব-এডিটর) হিসেবে দায়িত্ব পালন করেন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি