নিজস্ব প্রতিবেদক, কালের খবর : ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন
চ্যানেল টুয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার জিএম ফয়সাল আলম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকালের বার্তা সম্পাদক রাশেদুল হক।
সোমবার গাজীপুরের একটি রিসোর্টে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর অাগে ফোরামের বার্ষিক সাধারন সভা ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়।
সহ-সভাপতি আনিসুর রহমান তপন (আমাদের অর্থনীতি), যুগ্ম সম্পাদক মাসুদ আলম (আমাদের অর্থনীতি), সাংগঠনিক সম্পাদক শেখ সফিউদ্দিন জিন্নাহ্ (বাংলাদেশ প্রতিদিন), অর্থ সম্পাদক ফয়সাল খান (যায় যায় দিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুন্নাহার শোভা (ফিনান্সিয়াল এক্সপ্রেস), দপ্তর সম্পাদক এস এম নূর মোহাম্মদ (আমাদের অর্থনীতি)।
এছাড়া কার্যনির্বাহি কমিটির সদস্যরা হলেন সাইফুল ইসলাম শুভ (সরাসরি), ফজলুল হক মৃধা (জাগোনিউজ ২৪ ডট কম), মাহমুদুল হাসান (পরিবর্তন ডট কম), আনিসুর রহমান (আমাদের সময় ডট কম), আসাদুল্লাহ লায়ন (বিডিমর্নিং ডট কম)।
এছাড়া সিনিয়র সাংবাদিক অাশরাফ খান, অাশিষ সৈকত, আতাউর রহমান, মঞ্জুর বারী মঞ্জু, আল মামুন, ইকবাল হাসান কাজলসহ কয়েকজনকে ফোরামের উপদেষ্টা মনোনিত করা হয়েছে।
প্রসঙ্গত, গাজীপুরের স্থানীয়দের মধ্যে ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরতদের নিয়ে এ ফোরাম গঠিত।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি