কালের খবর ডেস্ক :
কয়েক দশক ধরে বাজারে জন্ম নিয়ন্ত্রণের জন্য স্বল্পমাত্রার যেসব বড়ি বা পিল পাওয়া যায়, সবই নারীদের। এবার পুরুষদের জন্য স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণের পিল তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের এক দল গবেষক।
তাঁদের দাবি, পরীক্ষামূলকভাবে এই পিল প্রয়োগ করা হয়েছে এবং সাফল্যও মিলেছে।
ওষুধটি বানিয়েছেন যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ’-এর (এনআইএইচ) এক দল গবেষক। সম্প্রতি তাঁরা গবেষণাসংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন শিকাগোতে অনুষ্ঠিত ‘এন্ডোক্রাইন সোসাইটি’র বার্ষিক সম্মেলনে। গবেষকরা পিলটির নাম দিয়েছেন ‘ডাইমিথানড্রোলোন আনডিক্যানোয়েট’ বা সংক্ষেপে ‘ডিএমএইউ’। গবেষকরা জানান, তাঁরা এক মাস ৮৩ জন পুরুষকে এই ওষুধ খাইয়েছেন। তাতে দেখা গেছে, এটি কার্যকর। এই পিল বানানোর গবেষণায় যুক্ত ছিলেন ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. স্টিফাইন পেইজ। এক বিবৃতিতে তিনি জানান, নারীরা সাধারণত স্বল্পমাত্রার যে পিল খায়, ডিএমএইউ সে ধরনেরই। এটি প্রতিদিন একটি করে এক মাস খেতে হয়।
অধ্যাপক পেইজ জানান, এই পিল শুক্রাণু উত্পাদনের জন্য প্রয়োজনীয় হরমোন উত্পাদনের মাত্রা কমিয়ে দেওয়ার মাধ্যমে সফলভাবে জন্মনিয়ন্ত্রণ করে থাকে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি