কালের খবর প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারো ঝটিকা মিছিল করেছে বিএনপি।
শনিবার ভোর ৬টার দিকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই মিছিল করা হয়। এতে ২০/২৫ জন নেতাকর্মী অংশ নেন।
ঝটিকা মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের এম জি রাসেল, আবুল কালাম, রফিক, মৎস্যজীবী দলের আরিফুর রহমান তুষার, ছাত্রদলের জিসান, জাহিদ, আল-আমীন, আব্বাস, যুবদল নেতা আমিনুল ইসলাম সবুজ, ফয়েজ, গণিসহ ২০-২৫ জন।
প্রসঙ্গত, গত ১০ মার্চও নয়াপল্টনে ঝটিকা মিছিল করেন রিজভী। কার্যালয় থেকে বেরিয়ে এসে মিছিলে অংশ নেন তিনি। ভোর সাড়ে ৬টার দিকে হওয়া ওই মিছিলে তার সঙ্গে ১৪-১৫ জন নেতাকর্মী ছিলেন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি