শেখ আবু সালেহ্ কাব্যিক আকাশ
বীর বাঙ্গালী ঘুম পড়েনি
আজো সে জাগ্রত,
যার কণ্ঠের ক্ষিপ্ত ভাষণ
আজো বঙ্গে রত।
যেই বীরের-ই তরে মোদের
বঙ্গ হলো কেনা,
সেই বীর কি মরতে পারে?
সবার যে নাম চেনা!
দেহ থেকে প্রাণ ত্যাগিলেও
বঙ্গ থেকে নয়,
অমর হয়ে থাকবে মুজিব
স্মৃতির মূল পাতায়।
মুজিব তুমি শান্তি চুমি
ঘুমাও বঙ্গ ভূমি,
যেই ভূমিকে করতে স্বাধীন
জীবন দিলে তুমি।
কুল বাঙ্গালীর শিরোমণি
যিনি বঙ্গ-পিতা,
বীর বাঙ্গালী শেখ মুজিব
বিশ্ব মহান নেতা।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি