কালের খবর প্রতিবেদক : ৩১ মার্চ ২০০২ মডেলের সিএনজি অটোরিকশাগুলোর বয়সসীমা শেষ হয়ে যাচ্ছে।
সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিকরা এখন বলছেন, এসব অটোরিকশার প্রতিস্থাপন না করলে একদিকে যাত্রীদের কষ্ট হবে, অন্যদিকে বেকায়দায় পড়বে অটোরিকশা শ্রমিকরা। এ অবস্থায় মেয়াদোত্তীর্ণ অটোরিকশা প্রতিস্থাপনে এক বছর সময় চেয়েছেন মালিক ও শ্রমিকরা।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে এ দাবি জানানো হয়। ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক সমন্বয় পরিষদ নামে একটি সংগঠনের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে পরিষদের পক্ষ থেকে বলা হয়, প্রায় এক বছর আগে ইঞ্জিন প্রতিস্থাপন ও গ্যাস সিলিন্ডার পরিবর্তনের মাধ্যমে বুয়েট, চুয়েট ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) মতামত সাপেক্ষে সিএনজি অটোরিকশার ইকোনোমিক লাইফ না বাড়ানোর মতামত দেয়া হয়েছ। এখন এসব অটোরিকশা রাস্তায় আর চলচলের সুযোগ নেই। এ অবস্থায় অটোরিকশাগুলোকে বন্ধ রেখে প্রতিস্থাপন করতে হবে। কিন্তু রাতারাতি এসব সিএনজির প্রতিস্থাপন সম্ভব নয়। কমপক্ষে ১ বছর সময় প্রয়োজন।
মানববন্ধন থেকে আরো বলা হয়, এ খাতে প্রায় ৫ হাজার শ্রমিক রয়েছেন। এসব অটোরিকশা বন্ধ হয়ে গেলে তারা মানবেতর জীবনে পড়বে।
মানববন্ধনে বক্তব্য রাখেন পরিষদের নেতা ফরিদুর ইসলাম খসরু, আলী মিয়া, হানিফ খোকন প্রমুখ।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি