রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন
মোঃ কবির হোসেন কালের খবর : ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি পেশা হতে নিবৃত করে স্বাবলম্বী করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পদক্ষেপ হিসাবে বিতরন
করা হলো রিক্সা ভেনগাড়ি ও গরু।
অাজ নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদে ভিক্ষুকদের পূনর্বাসনে নিমিত্তে এসব উপকরন ও পশু বিতরন করা হয়।
নবীনগর উপজেলা কর্মকর্তা মোঃ মাসুম সাহেবের উপস্থিতিতে অানুষ্ঠিত হয় রিক্সা,ভেনগাড়ি ওগরু বিতরন অনুষ্ঠানের।
শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃশাহীন সরকারের তত্বাবধানে বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়।
কালের খবর -/১৫/৩/১৮ςĪ