নাইমুল ইসলাম নাইম : গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর নির্বাচন ঘিরে ভোটারদের ধারে ধারে যাচ্ছে প্রার্থীরা।অার মার্কা পাবার আগেই ঘুরে ঘুরে দোয়া চাচ্ছে ও ভোটারদের কাছে প্রার্থীর মনের কথা ব্যক্ত করছে।কমিশনার কাউন্সিলার প্রার্থীরা আগামী ২৯ মার্চ নির্বাচনকে সামনে নিয়ে চালাচ্ছে নির্বাচনি প্রচারনা।
৯টি ওয়ার্ডেই চলিতেছে নির্বাচনি প্রচারনা তার থেকে দেখা যাচ্ছে ২নং ওয়ার্ডে অন্য ওয়ার্ড থেকে প্রার্থী সংখ্যা বেশি ও নির্বাচনি প্রচারনা বেশি।২নং ওয়ার্ডের প্রার্থীরা হলেন,মুফতি বদিউজ্জামান বাবু,সাবেক কমিশনার হুমায়ান কবির,মুন্সী মিরাজুল ইসলাম, জাহিদ শেখ।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি