কালের খবর ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ৩৩ বছরের এক পুরুষকে প্রথম অপহরণ করে, তারপর তাকে ধর্ষণ করল তিন নারী। জানা গেছে, মাথায় বন্দুক ঠেকিয়ে সেই ব্যক্তিকে ধর্ষণ করা হয়।
তাদের কালো এসইউভি গাড়িতে তুলে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।
অভিযোগ, এক নারী গাড়ি থেকে মাথা বের করে সেই ব্যক্তির কাছ থেকে পথ নির্দেশনা চান। সেই ব্যক্তি যখন সাহায্য করছিলেন, সেই সময় বাকি দুই নারী তাকে গাড়িতে তুলে লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সেই ব্যক্তিকে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত তিন নারী।
নির্যাতনের শিকার সেই পুরুষ জানান, তার বীর্য একটি কুলারের মধ্যে ভরে রাখে অভিযুক্তেরা। পরে তাকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। পুলিশ ধর্ষণের মামলা দায়ের করেছে। শুরু হয়েছে তদন্ত। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
কালের খবর -/৭/৩/১৮
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি