কালের খবর ডেস্ক :
বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড (বিটিসিএল) সকল ডোমেইন বাৎসরিক ৮০০ (আটশত) টাকা ফি’তে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
‘বাংলাদেশে ডট বিডি’ ও ‘ডট বাংলা ডোমেইন’ সমহারে রেজিস্ট্রেশন করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ডোমেইন বরাদ্দ/রেজিস্ট্রেশন করা হবে।
আজ বিটিসিএল’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, পূর্বে প্রিমিয়াম ক্যাটাগরির জন্য বাৎসরিক ফি ছিল যথাক্রমে ৫,০০০ (পাঁচ হাজার), ১৫,০০০ (পনের হাজার) এবং ২৫,০০০ (পচিশ হাজার) টাকা, যা কমিয়ে বর্তমানে সমহারে মাত্র ৮০০ (আটশত) টাকা ধার্য করা হয়েছে। তাছাড়া, অনলাইনে ডোমেইনের জন্য আবেদন, বরাদ্দ ও পেমেন্টের ব্যবস্থা রয়েছে।
আগ্রহী গ্রাহকদেরকে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য বিটিসিএল’র ওয়েবসাইট বিটিসিএল.বাংলা অথবা www.btcl.com.bd তে ভিজিট করার অনুরোধ করা যাচ্ছে।
কালের খবর -/৭/৩/১৮
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি