কালের খবর ডেস্ক :‘মসজিদের পাশেই পরম শান্তি’ বলে মন্তব্য করেছেন দেশের জনপ্রিয় ক্রিকেটার মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে সোমবার মসজিদের একটি ছবি আপ করে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় দলের অন্যতম সেরা এ ব্যাটসম্যান। ত্রিদেশীয় সিরিজ খেলতে রোববার দুপুরে শ্রীলংকা সফরে যায় বাংলাদেশ দল। সফরে কলম্বোর একটি মসজিদে নামাজ পড়তে যান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
নামাজ পড়তে গিয়ে মসজিদের ছবি তুলে নিজের ফেসবুক পেজে আপ করে মুশফিক লেখেন, ‘যদি আপনি নামাজি হন আর আপনার হোটেলের পাশে যখন কোনো মসজিদ থাকে তবে এর চেয়ে আনন্দের বা শান্তির আর কিছুই নেই।’ প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি পুত্র সন্তানের বাবা হয়েছেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।
কালের খবর -/৫/৩/১৮
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি