কালের খবর ডেস্ক :
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়ক ওমর সানী। ওমর সানীর ম্যানেজার আলী হোসেন বিষয়টি কালের খবরকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজ সকালে শারীরিক অসুস্থতা অনুভব করলে চেকআপের জন্য রাজধানীর অ্যাপোলো হাসাপাতলে আসেন। চেকআপে হার্টে তিনটি ব্লক ধরা পড়লে চিকিৎসকের পরামর্শে তখনই হাসপাতালে ভর্তি হন।
আলী হোসেন কালের খবরকে বলেন, ওমর সানী স্যারের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। সঠিক সময়ে হাসপাতালে এসেছিলেন বলে রক্ষা হয়েছে নাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। এখন তাঁর হার্টে রিং পরানো হচ্ছে। স্যারের পরিবারের সদস্যরা উপস্থিত আছেন। উনার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
নব্বই দশক ও শূন্য দশকের শুরুর দিকের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। ১৯৯৬ সালের ২ আগস্ট চিত্রনায়িকা মৌসুমীকে তিনি বিয়ে করেন।
তাদের দাম্পত্য জীবনে একপুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।
কালের খবর -/৫/৩/১৮
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি