মোঃ জসিম উদ্দিন, বিশেষ প্রতিনিধি, কালের খবর :
মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন'র নবগঠিত কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী আগামী ৯ জুন ২০২৫ খ্রি.সোমবার অনুষ্ঠান হতে যাচ্ছে। এ উপলক্ষে ইতিমধ্যে সার্বিক প্রস্তুুতি গ্রহণ করা হয়েছে। ১৯৯৯ ব্যাচের এলামনাই শাহজালাল কাজলকে আহবায়ক ও ২০০০ ব্যাচের মোঃ রহিম উল্যাহকে সদস্য সচিব করে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী বিদ্যালপিঠের সাবেকদের অংশগ্রহণে এমন মহতী অনুষ্ঠান বাস্তবায়নের দায়িত্ব দেয়ায় এলামনাই কমিটির আহবায়ক নারায়ণ ত্রিপুরা ও সদস্য সচিব আফম নিজাম উদ্দিন সহ সংশ্লিষ্ট সকলকে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জনাব শাহজালাল কাজল।এলামনাই কমিটির আহবায়ক নারায়ণ ত্রিপুরা ব্যাচ ভিত্তিক সকল এলামনাইকে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহবান জানান। সদস্য সচিব আফম নিজাম উদ্দিন বলেন, এলামনাই এসোসিয়েশন'র এক মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আমরা। তিনি অনুষ্ঠান বাস্তবায়নে দায়িত্বশীল ও এলামনাইদের সহযোগিতা কামনা করেন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি