কালের খবর প্রতিবেদক : ফরিদপুরের নগরকান্দা উপজেলার বনগ্রাম বাজার থেকে আজ বৃহস্পতিবার সকালে ৫০০ নিষিদ্ধ পলিথিনসহ ইসহাক তালুকদার নামের এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
পরে নগরকান্দার ইউএনও'র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ইসহাককে ১৫ বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠান।
র্যাব ৮, ফরিদপুরের কম্পানি অধিনায়ক মো. রইছউদ্দিন জানান, গোপন সূত্রে খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই বাজারের ইসহাক তালুকদারের দোকানে অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ ৫০০ কেজি পলিথিন জব্দ এবং ইসহাককে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ইউএনও মো. বদরুদ্দোজা শুভর নেতৃত্বে পরিচালিত আদালত ইসহাককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. বদরুদ্দোজা জানান, নিষিদ্ধ পলিথিন মজুত রাখা ও বিক্রির দায়ে দোষী সাব্যস্ত করে ইসাহাককে ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনের ৬(ক) ধারায় তাকে সাজা দেওয়া হয়েছে।
কালের খবর -/১/৩/১৮
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি