রাঙ্গামাটি প্রতিনিধি, কালের খবর :
সালমা আক্তার স্বামী রিফাত বিন আতিক দম্পতির রাঙ্গামাটির কোতোয়ালি থানার২নংওয়ার্ডের স্থায়ী বাসিন্দা,একই গ্রামের নাসরিন সুলতানা ২১,স্বামী আবু হাসান রুবেল ৩৫ তাদের ফ্যামিলিতে মোট লোক সংখ্যা পাঁচজন,সু কৌশলে নাসরিন সুলতানা,সালমা আক্তারের সাথে ২০১৯সালে বান্ধবী সম্পর্ক গড়ে তোলে,এবংমাঝেমধ্যে পারিবারিক সম্পর্ক গভীর করার জন্য দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া হতো। তার কিছুদিন অতিবাহিত হওয়ার পর ১৭/১০/২০২২ তারিখ নাসরিন সুলতানা বলেন আপু আমি খুব বিপদে পড়ে গেছি ,আমার আড়াই শতক জায়গা সহ একটি সিএনজি চালিত গাড়ি ও একটি চেক বইয়ের খালি পাতা দিয়ে ২০০ টাকার স্ট্যাম্পে বন্ধকী দলিল প্রদান করেন। তার বিনিময় তাকে দুই লাখ টাকা দেওয়া হয়, কথা ছিল ছয় মাসের ভিতরে টাকা দিয়ে দিবে,৬মাস অতিবাহিত হওয়ার পর তাকে টাকার জন্য চাপ দেওয়া হয়। তখন নাসরিন সুলতানা বলেন এইতো আগামী সপ্তাহ আপনাকে টাকা দিয়ে দিব। পহেলা জানুয়ারি ২০২৫ সকাল বেলায় তার বাসায় এসে বলেন,১৯/১/২০২৫ তারিখ বিকেলবেলায় আপনাকে টাকা দিয়ে আমার দলিল ফেরত নিব। একটা সময় এসে সন্ধ্যার পর সালমা আক্তার তার বাসায় যান,তারপর দেখেন তার বাসায় তালা ঝুলানো,বাসায় কেউ নেই পরক্ষণে জানতে পারেন সকল স্থাবর অস্থাবর গোপনে বিক্রি করে দিয়ে তার ফ্যামিলির সকল সদস্য গা ঢাকা দিয়েছেন(অর্থাৎ পালিয়ে গেছে) নিরুপায় হয়ে সালমা আক্তার ঐদিন ১৯/১/২০২৫রাঙ্গামাটির কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ করেন। তিনি উক্ত প্রতিবেদককে বলেন এটি একটি সঙ্ঘবদ্ধ প্রতারক চক্র সামাজিক যোগাযোগের মাধ্যমে তাকে ধরে দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। উল্লেখ্য নোয়াখালী জেলার চাটখিলে তাদের গ্রামের বাড়ি।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি