মো: জসিম উদ্দিন বিশেষ প্রতিনিধি কালের খবর :
১৯ ডিসেম্বর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলাদেশ, রমনা,ঢাকায় "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট্ ক্লাব, ঢাকা"এর এজিএম ও নির্বাচন অনুষ্ঠিত হয় ।
এজিএমে সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কার্যকরী কমিটি গঠিত হয়। এতে ক্লাবের সভাপতি নির্বাচিত হন চবি'র প্রিয় মুখ,বিশিষ্ট সংগঠক, রোটারিয়ান (ডিজি ২১-২২) ও কর কমিশনার (জাতীয় রাজস্ব বোর্ড) ব্যারিস্টার মুনতাসিম বিল্লাহ ফারুকী। সাধারণ সম্পাদক নির্বাচিত হন জি এম ফারুক স্বপন ও কোষাধক্ষ্য নির্বাচিত হন নজরুল ইসলাম। অনুষ্ঠানে এক্স স্টুডেন্ট্ ক্লাবের আজীবন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
ডঃ মোহাম্মদ জকরিয়া,
(সাবেক নির্বাচন কমিশন সচিব)
ডঃ মাহবুবুর রহমান আজাদ
ডঃ শাহ মোহাম্মদ সেলিম
ওয়াদুদ ভূইয়া, সাবেক এমপি
মো: তাজুল ইসলাম
আসলাম চৌধুরী
আমিন হিলালী
ডঃ রফিকুল ইসলাম হেলালী
সালাউদ্দিন রেজা
মামুনুর রশিদ
মহিউদ্দিন বাদল।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি