মোঃ আশরাফ উদ্দিন, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কালের খবর : বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস বলেছেন, অর্থ লোপাটকারী, খুনী ও ভোট ডাকাতরা দেশকে পুনরায় অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এ সব ষড়যন্ত্র বাংলাদেশর জনগণ কখনো সফল হতে দেবে না। এজন্য জামায়াতের কর্মীসহ বাংলাদেশের জনগণকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে।
১১ ডিসেম্বর (বুধবার) ২০ নং দেওয়ানবাজার ওয়ার্ড এর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২০ নং দেওয়াবাজার ওয়ার্ড আমীর এডভোকেট আনোয়ার সাদাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমীর আমির হোছাইন, কোতোয়ালী থানা নায়েবে আমীর অধ্যাপক আবদুজ জাহের, বায়তুলমাল সম্পাদক মাওলানা মুহাম্মদ ফেরদৌস, দেওয়ানবাজার ওয়ার্ড সেক্রেটারি শাহ কামাল হাসান।
বিশেষ অতিথিরবক্তব্যে কোতোয়ালী থানা আমীর আমির হোছাইন বলেন,জামায়াত কর্মী মানে সমাজ কর্মী। কর্মীদের সবসময় সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রতিটি মহল্লা ও অলিগলিতে জামায়াতের ইউনিট কায়েম করতে হবে।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন - আবদুল মতিন, মাওলানা আজিজুল হক, মোহাম্মদ হোসাইন প্রমূখ।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি