মোঃ আশরাফ উদ্দিন, চট্রগ্রাম, সীতাকুণ্ড, কালের খবর : দেশে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে সীতাকুণ্ড পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মামুন রেজা চৌধুরীর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল।সাড়ে তিনটায় পৌরসভার সোবহানবাগ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ওয়ার্ডের বিভিন্ন অলি-গলি ও বাজার প্রদক্ষিণ করে পুনরায় সোবহানবাগে এসে শেষ হয়।
এতে পৌরসভা স্বেচ্ছাসেবক দলের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় ৩ শতাধিক নেতাকর্মী অংশ নেন। এসময় নেতাকর্মীরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিরুদ্ধে বিক্ষোভ করেন নানা স্লোগান দেন।
পৌর স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মামুন রেজা চৌধুরী বলেন, দেশে চলমান ষড়যন্ত্র রুখে দিতে আমরা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। যেকোন মুহুর্তে আমরা প্রস্তুুত আছি। নেতৃবৃন্দ আমাদেরকে যেভাবে নির্দেশনা দেবেন আমরা সেভাবেই কাজ করে যাব। তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারী হাসিনা তার দেশি-বিদেশি দোসরদের নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। তবে কোন লাভ হবেনা। আমরা সকল ধর্মের ও মতের মানুষ ঐক্যবদ্ধভাবে সম্প্রীতি বজায় রেখে বসবাস করব। এই বাংলাদেশ আমাদের। দেশ নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেব না। যেখানেই আওয়ামী লীগ সেখানেই প্রতিরোধ হবে। স্বেরাচারের কোন ঠাঁই বাংলার মাটিতে হবে না। বিক্ষোভ মিছিল শেষে মামুন রেজা চৌধুরীর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী ৩ নম্বর ওয়ার্ডে চারটি অঙ্গ সহযোগী সংগঠনের সম্মেলনে যোগ দেয়।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি