কালের খবর ডেস্ক :
জুলাই বিপ্লবে ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যায় উসকানি দেওয়া এবং পতিত সরকারের দোসর হিসেবে কাজ করার দায়ে ৩৭ জন জ্যেষ্ঠ সাংবাদিকের জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত করা হয়েছে।
প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ূব ভূইয়ার স্বাক্ষরে তাদের সদস্যপদ স্থগিত করা হয়।
স্থগিত সদস্যদের তালিকা ক্লাবের নোটিস বোর্ডে সাঁটানো হয়েছে। তাতে বলা হয়, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার অভূত্থানে গণহত্যায় উস্কানি প্রদান ও পতিত সরকারের দোসর হিসেবে কাজ করার দায়ে প্রেস ক্লাবের নিন্মলিখিত সদস্যদের সদস্যপদ স্থগিত করা হলো।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়-বলে জানানো হয়েছে।
তালিকায় যাদের নাম রয়েছে-
নূরুল আমিন প্রভাষ, জায়েদুল হাসান পিন্টু, মোজাম্মেল বাবু, আশীষ সৈকত, ইকবাল সোবহান চৌধুরী, সোহেল হায়দার চৌধুরী, ফারজানা রূপা, অশোক চৌধুরী, আজম হক হেলাল, আবুল খায়ের, মোহাম্মদ মন্জুরুল ইসলাম, প্রণব সাহা, নঈম নিজাম, খায়রুল আলম, আবেদ খান, সুভাষ চন্দ্র বাদল, জহিরুল ইসলাম মামুন (জ.ই মামুন), জাফর ওয়াজেদ, সাইফুল ইসলাম কল্লোল, পাভেল রহমান, আজিজুল ইসলাম ভূঁইয়া, শাবান মাহমুদ, মোহাম্মদ শফিকুর রহমান, আবুল কালাম আজাদ, শ্যামল সরকার, অজয় দাস গুপ্ত, আলমগীর হোসেন, রমাপ্রসাদ সরকার বাবু, সঞ্জয় সাহা পিয়াল, ফরাজি আজমল হোসেন, আনিসুর রহমান, এনামুল হক চৌধুরী, নাঈমুল ইসলাম খান, মো. আশরাফ আলী, মোল্লা জালাল, ইখতিয়ার উদ্দিন ও আবু জাফর সূর্য।
এর আগে সদস্যপদ হারান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। শ্যামল দত্ত হত্যা মামলায় কারাগারে রয়েছেন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি