নাইমুল ইসলাম নাইম, গোপালগঞ্জ, কলের খবর :
গোপালগঞ্জে এ্যাক্রোবেটিক প্রদর্শনী অনু্ষ্ঠিত হয়েছে।রবিবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সারাদেশ ব্যাপি এ্যাক্রোবেটিক প্রদর্শনীর অংশ হিসাবে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আলোকজ্জল মঞ্চে অনু্ষ্ঠিত হয় এ্যাক্রোবেটিক প্রদর্শনী। প্রদর্শনীতে শিশু থেকে করে বিভিন্ন বয়সের হাজারো দর্শক মনোরম পরিবেশে উপভোগ করে বৈচিত্রে ভরা শারিরীক কসরতের বিভিন্ন প্রকারের মনোমুগ্ধকর খেলা সমূহ।অত্যন্ত উপভোগ্য পরিবেশে খেলা গুলো অনু্ষ্ঠিত হয়।মেলায় প্রচালিত সার্কাস খেলার বাইরে গোপালগঞ্জের মানুষ দারুন ভাবে উপভোগ করে এ্যাক্রোবেটিক প্রদর্শনীর খেলাগুলো।খেলা চরে প্রায় তিন ঘন্টা। খেলা শুরুর আগে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক খন্দকার এহিয়া খালেদ সাদী স্বাগত বক্তব্য রাখেন।এ সময় তিনি বলেন, এই এ্যাক্রোবেটিক প্রদর্শনীর স্বপ্নদ্রষ্টা হলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকি।তার আন্তরিক প্রচেষ্টায় সারাদেশ ব্যাপি এই এ্যাক্রোবেটিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।যা ধারাবাহিক ভাবে সারা দেশে অনু্ষ্ঠিত হবে।গোপালগঞের এ্যাক্রোবেটিক প্রদর্শনীতে অন্যান্যদের মাঝে উপস্হিত ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মাদ মোখলেসুর রহমান সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোহাম্মাদ জাহাঙ্গীর হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) শান্তি মনি চাকমাসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ, প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন পেশার দর্শক বৃন্দ।এ সময় কয়েকজন দর্শকের সাথে আলাপ করা হলে তারা বলেন,পরিবারের সকল কে নিয়ে দেখার মত এ ধরনের অনুষ্ঠান গোপালগঞ্জে এবারই প্রথম।আমরা সুন্দর ভাবে খেলাগুলো উপভোগ করতে পেরেছি। এজাতীয় অনুষ্ঠান আরো হোক। যাদে করে সুষ্ঠ বিনোদন প্রতিষ্ঠা পায়।
কলের খবর -/২৬/২/১৮
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি