শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি, কালের খবর :
নরসিংদীর রায়পুরা উপজেলার দূর্গম চরাঞ্চল চরমধুয়া ইউনিয়নের সমীবাদ গ্রামের বর্তমান ইউপি সদস্য শাহজালাল তার পৈত্রিক সম্পত্তিতে মাটি ভরাটকে কেন্দ্র করে পরিবারের উপর সাবেক ইউপি সদস্য জামাল মিয়ার নেতৃত্বে সন্ত্রাসী গংরা চাঁদা দাবি ও অর্তকিত হামলায় অবৈধ অস্ত্রের গুলিবিদ্ধ একজন গুরুতর আহতসহ ঘরবাড়ি ভাঙচুরসহ লুটপাটের একটি লিখিত অভিযোগ থানায় দাখিল করেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় যে,চরমধুয়া ইউপি সদস্য ভুক্তভোগী শাহজালাল তার পৈত্রিক সম্পত্তিতে বসতবাড়ি নির্মাণে উদ্দেশ্যে মাটি ভরাট করে।সন্ত্রাসী সাবেক জামাল মিয়া গংরা চাঁদা দাবি ও অর্তকিত হামলায় অবৈধ অস্ত্রের গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার আরেক চাচার ওয়ার্কশপ দোকানেও হামলা চালায়।
ভুক্তভোগী শাহজালাল ইউপি সদস্য জানান,বিগত ১৭ অক্টোবর আমার পৈত্রিক সম্পত্তিতে মাটি ভরাটে বাধা সৃষ্টি করে এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।তাছাড়া ২২ অক্টোবর রাতে ১ টায় আমার বসতবাড়িতে ঢুকে আমাকে হত্যার উদ্দেশ্যে অর্তকিত হামলায় অবৈধ অস্ত্রের গুলিবিদ্ধ আমার চাচাতু ভাই ইকবালকে গুরুতর আহত করে।আমার ঘরবাড়ি ভাঙচুর করে ১ লাখ ৫০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণ অলংকার নিয়ে যায়।
এছাড়া আরও জানান,দিন-রাত বিভিন্ন সময়ে দেলোয়ার সহ আরও সন্ত্রাসীরা মুঠোফোন ভুক্তভোগী শাহজালাল ইউপি সদস্যকে মেরে ফেলার হুমকি দিতে থাকে এবং অবৈধ অস্ত্র ও ককটেল বিস্ফোরণে এলাকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছেন।
বাঁশগাড়ী পুলিশ ফাঁড়ি অফিসার ইনচার্জ মোঃশফিকুল ইসলাম জানান,চরমধুয়া ইউনিয়নের বর্তমান ও সাবেক ইউপি সদস্যদের মধ্যে আপোষ মীমাংসার জন্য সর্বোচ্চ আইনি প্রচেষ্টা চালাচ্ছি।
নাম প্রকাশ অনিচ্ছুক এলাকাবাসী জানান,আমাদের এই শান্তিপূর্ণ গ্রামটি বর্তমান ও সাবেক ইউপি সদস্যদের এই প্রতিহিংসার কারণে অর্তকিত হামলা ও ককটেল বিস্ফোরণে গ্রামের আমাদের সাধারণ জনগণরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছি।
এজাহারভুক্ত আসামি সাবেক ইউপি সদস্য জামাল মিয়া ও দেলোয়ারসহ গংদেরকে মুঠোফোনে যোগাযোগ করলে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি