আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, কালের খবর :
আড়াইহাজারে বিয়ের প্রতিশ্রুতিতে নারীকে ধর্ষণ
আড়াইহাজারে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টেক্সটাইল মিল কর্মীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে গাড়িচালক মাসুমের বিরুদ্ধে।
এ ঘটনায় ভিকটিমের বড় বোন বাদী হয়ে বুধবার আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ করেন। জানা যায়, একই মিলের গাড়িচালক আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা এলাকার মাসুমের গাড়িতে আসা যাওয়া করতেন। বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন।
একসময় প্রেমের সম্পর্ক গড়ে ফাঁদে ফেলে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যান। সেই সুবাদে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন মাসুম।
গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার রাত ১১টার দিকে, ধর্ষিতাকে বড় বোনের বাসা থেকে গাড়িতে তুলে নিয়ে অড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা বৌবাজারসংলগ্ন সড়কের পাশে, ইটভাটার কাছে নির্জন স্থানে নিয়ে রাতভর ধর্ষণ করেন।
১৮ অক্টোবর ভোরে বিয়ের কথা বলে ধর্ষিতাকে মাসুমের বাসায় নিয়ে যান। মাসুমের মা-বাবা ও বোন বিয়েতে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে। ওই নারী যৌতুক দিতে রাজি না হওয়ায় মাসুমের বাড়ির লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ করে ধর্ষিতাকে বাসা থেকে তাড়িয়ে দেন।
অভিযুক্ত মাসুমের বাসায় গিয়ে দেখা যায়, লম্পট মাসুম চার মাস আগে অন্য মেয়েকে বিয়ে করলেও বিয়ের কথা পরিবারের কেউ জানে না। বিয়ের প্রমাণ হিসাবে মাসুম যে নিকাহনামা দেখিয়েছে খোঁজ নিয়ে জানা যায়, সেটিও ভুয়া।
মাসুম অভিযোগ অস্বীকার করে বলেন, গাড়িতে শ্রমিক আনা নেওয়ার ক্ষেত্রে ড্রাইভারের সাথে মিলের শ্রমিকদের আনাগোনা থাকতেই পারে। ওর কাছে প্রমাণ থাকলে দেখাতে বলেন।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান জানান, এটা প্রেমের সম্পর্ক। দর্শন হয়েছে বলে মনে হয় না। অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি