মোহাম্মদ মাহফুজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া), কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ রোডে উপজেলা মৎস্য কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে জেলে সম্প্রদায়ের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২০-অক্টোবর সকালে উপজেলার জেলে সম্প্রদায়ের ব্যানারে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে জেলে সম্প্রদায়ের বক্তারা উপজেলা মৎস্য কর্মকর্তাদের বিরুদ্ধে মাছ ধরার বৈধ জাল জব্দ, জব্দকৃত জাল গোপনে বিক্রি, জেলেদের হুমকি প্রদান, জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি অনুদান আত্মসাতের অভিযোগ আনেন। এ সময় মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, বিপুলের নাম উল্লেখ করে তাদের দ্রুত অপসারণ ও শাস্তির দাবি জানান।
জেলে সম্প্রদায়ের সমন্বয়ক মো. পারভেজ খান বলেন, আমরা বৈধ জাল দিযে মাছ শিকার করলেও কেন আমাদেরকে শুধু শুধু হয়রানি করে। আমরা এর প্রতিবাদ করলে মাদক দিয়ে ধরিয়ে দেয়ার হুমকি দেয়।এ সময় উপজেলার প্রিন্ট ও অন-লাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি