মোঃ আশরাফ উদ্দিন চট্টগ্রাম, সীতাকুণ্ড, কালের খবর :
সীতাকুণ্ডে গাছে ঝুলন্ত অবস্থায় শুকুমার দাশ (৮০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মধ্যম মাহমুদাবাদ গ্রামের ভারত মাষ্টার বাড়ীতে (ধোপা বাড়ী) এঘটনা ঘটে।
শুকুমার দাশ ওই গ্রামের ভারত দাশের ছেলে। সীতাকুণ্ড থানার এসআই আমিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, ভারত মাষ্টার বাড়ীর লোকনাথ মন্দিরের সেবায়েত এর পাশে একটি আমলকী গাছে ওই ব্যক্তির মৃতদের ঝুলতে দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এদিকে মৃত শুকুমার দাশের ছোট ছেলে ঝন্টুদাশ এটিকে হত্যা দাবি করে বলেন, আমার বাবা আত্নহত্যা করেনি। সোমবার ভোরে তাকে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে দিয়েছে। পারিবারিকভাবে জমিজমা নিয়ে পরিবারে বিরোধ চলে আসছিল বলেও সে জানায়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, বাড়বকুণ্ড ইউনিয়ন থেকে গাছে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে এটি হত্যা না আত্নহত্যা।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি