নিজস্ব প্রতিবেদক, কালের খবর :
সন্ত্রাস, চাঁদাবাজ, লুটপাট, নৈরাজ্য ও অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে চিটাগাং রোড সৌদি বাংলা মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কাঁচপুর ব্রীজের নীচ দিয়ে আঁটি গ্ৰাম এলাকায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলটির নেতৃত্ব দেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী আব্দুল কাদির জিলানী হিরা।
বিক্ষোভ মিছিলে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো ছাত্রদল নেতা কর্মী অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী আব্দুল কাদির জিলানী হিরা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান রিফাত,
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ, সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ ইসরাফিল, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হৃদয় হোসেন, ৩ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম, ৩ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ৩ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসান, ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শরিফুল ইসলাম রিফাত, সিফাত হোসেন বাবু, সাবেক সাংগঠনিক সম্পদক রাহাত শেখ,সাবেক গণস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, ১ নং ওয়ার্ড ছাত্রদল নেতা মোঃ ফাহাদ বিন হালিম হাসবি, সুজন, আজমির, ২ নং ওয়ার্ড ছাত্রদল নেতা জুবায়েল আহমেদ অয়ন,জাহিদ,নাহিদ, ৫নং ওয়ার্ড ছাত্রদল নেতা আবু জুবায়ের আরিয়ান, সাইমন হোসেন, ৪ নং ওয়ার্ড ছাত্রদল নেতা ইয়াসিন, আনন্দ, রুপম, আলামিন, ৩নং ওয়ার্ড ছাত্রদল নেতা জুয়েল হাওলাদারসহ নেতৃবৃন্দ।
সিদ্ধিরগঞ্জ ছাত্রদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী আব্দুল কাদির জিলানী হিরা বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে আমাদের নেতা নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সুতরাং সিদ্ধিরগঞ্জ সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যকারী ও মাদক ব্যবসায়ীদের স্থান নেই। আওয়ামী সন্ত্রাসীরা দলের নাম বিক্রি করে এখন নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। যারা দলের নাম বিক্রি করে এসকল অপকর্ম করে তাদেরকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে সোপর্দ করবেন। আর কেউ যদি এই কাজের সাথে সম্পৃক্ততা থাকেন তাহলে আজ থেকে ভালো হয়ে যায়। তা না হলে কিন্তু আপনাদেরকে একচুলও ছাড় দেয়া হবে না।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছর যাদের দেখেনি তারা কিন্তু ৫ আগস্টের পর থেকে বিএনপি বনে গেছেন। তাঁরা হলো দলের সুবিধা তাদের ভীড়ে প্রকৃত কর্মীরা হারিয়ে যাচ্ছে। দলের প্রকৃত কর্মীদেরকে মুল্যায়ান করতে হবে । আর অনুপ্রবেশকারীদের সুযোগ দেয়া যাবে না। অনুপ্রবেশকারীই দলের নাম বিক্রি করে নৈরাজ্য করে দখলবাজি, চাঁদাবাজি ও লুটতরাজ চালাচ্ছে। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ছাত্রদলের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি