মোহাম্মদ মাহফুজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম খন্দকার গিয়াস উদ্দিন মাস্টার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে রসুল্লাবাদ বাজার প্রাঙ্গণে রসুল্লাবাদ ইউনিয়ন বিএনপি ও রসুল্লাবাদ গ্রামের সর্বস্তরের জনগণের আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন। এসময় স্বাগত বক্তব্য রাখেন রছুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোছলে উদ্দীন মোছেন।
রসুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি খন্দকার মাহাবুবুর রহমান শাহীনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম. এ মান্নান।
এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ নাজমুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ্ আল বাকী, সাবেক দপ্তর সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপির সাধারন সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ শুক্কুর খান।
এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন নবীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: ফারুক, গিয়াস উদ্দিন সাহেবের ছেলে মো: সোহাগ, রছুল্লাবাদ বাজার কমিটির সভাপতি মো: দুলু মিয়া ব্যাপারী, নবীনগর মহিলা বিএনপি আহ্বায়ক অধ্যাপক নায়লা ইসলাম, ফয়সাল আব্বাসী, মোশাররফ হোসেন নান্টু, আসাদুজ্জামান দুলাল। এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের আরো বহু নেতৃবৃন্দ সহ আরো বহু গন্যমান্য ব্যাক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতী ও রসুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম খন্দকার গিয়াস উদ্দিন মাস্টার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনায় মিলাদ শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রহিম।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি