কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি, কালের খবর :
ঝিনাইদহের কোটচাঁদপুরে ম্যাজিস্ট্রেট আসার খবরে নতুন বউ রেখে পালালেন বর। আজ বুধবার দুপুরে উপজেলার কুল্যাগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , কুল্যাগাছা অষ্টম শ্রেণির এ ছাত্রীর (১৪) সঙ্গে বিয়ে হয় কালীগঞ্জের বড় ঘি ঘাটি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে আকাশ আলীর। তিন দিন আগে বিয়ে হলেও বরপক্ষ আজ আনুষ্ঠানিকভাবে বউ তুলে নিতে আসেন। বাল্যবিবাহ করায় কনের বাড়িতে অভিযান চালান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া। এ খবরে নতুন বউ রেখে পালিয়ে যান বরসহ যাত্রীরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া জানান, বাল্যবিবাহ দেওয়ার অভিযোগে কনের বাবাকে পাঁচ হাজার টাকা ও ছেলের চাচা আফসার আলীকে পাঁচ হাজার জরিমানা করা হয়েছে। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কনে শ্বশুরবাড়িতে যাবে না—এই মর্মে মুচলেকা নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শিলা বেগম, কোটচাঁদপুর থানার (পিএসআই) হাসানসহ পুলিশ সদস্যরা।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি