প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ৮:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৪, ৪:৫০ পি.এম
মানিকগঞ্জের শিবালয়ে, বাস -ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত-৩ আহত-২০- কালের খবর
মানিকগঞ্জ থেকে মৌসুমী খন্দকার, কালের খবর :
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বোয়ালী সেতুর উপর বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ২৬শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে এই দূর্ঘটনা ঘটে। এতে ৩ জন নিহত ও ২০ জনের অধিক আহত হয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায় বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে পোশাক শ্রমিকদের বহনকারী একটি মিনিবাসের সাথে বিপরীত গামী আসা পাথর বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাটি ঘটে। এই ঘটনায় ৩ জন নিহত ও ২০ জনের বেশি গুরুত্বর আহত হয়ছেন। নিহতরা হলেন শিবালয় উপজেলার ঝিকুটিয়া গ্রামের নুরুখানের মেয়ে ফুলমতি (৩৫) ও উপজেলার তেওতা গ্রামের ইকবালের স্ত্রী বিথী আক্তার (৩৮), ও আইয়ুব আলীর মেয়ে সাবিনা আক্তার (২২)। আহতদের শিবালয় উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে ৮ জনকে ও বাকিদেরকে কর্নেল মালেক মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম জানান সকালের দিকে প্রবল বৃষ্টির মধ্যে তারাসীমা গার্মেন্টসের শ্রমিকদের বহনকারী একটি মিনিবাস (ঢাকা-মেট্রো -জ- ১১-০২৪২) ও বিপরীত গামী আসা পাথর বোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো - ট- ২০-৭৭৯০) এর মুখোমুখি সংঘর্ষে হতাহতের এই ঘটনাটি ঘটেছে, ঘটনায় জড়িত মিনিবাস ও ট্রাক চালক কাউকেই আটক করতে পারি নাই তাদের ধরার চেষ্টা অব্যাহত আছে এবং আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি