খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :
তিন পার্বত্য জেলায় (খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান) ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ সমর্থিত বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতা আহুত টানা ৭২ ঘণ্টার ‘সিএইচটি ব্লকেড’ এ ৪ দিন আটকা থাকার পর নিরাপদে খাগড়াছড়ি রওনা করেছেন সাজেকে আটকে থাকা প্রায় দেড় হাজার পর্যটক।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালের দিকে সমাজের ভ্যালি থেকে খাগড়াছড়ির উদ্দ্যেশ্য রওয়ানা দিয়েছে পর্যটকরা।
জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায় ফিরতে শুরু করে আটকেপড়া পর্যটকদের বহনকারী যানবাহনগুলো। সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত বলেন, সকালের দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পর্যটকদের গাড়ি সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেছে। আশা করছি সব গাড়ি নিরাপদে পৌঁছে যাবে।
টানা অবরোধ শেষে নিরাপদে সাজেক থেকে ফিরতে পেরে শুকরিয়া আদায় করেছেন নোয়াখালী থেকে আসা পর্যটক নাহিয়ান কবির। তিনি বলেন, আমরা দশ বন্ধু মিলে শুক্রবার সাজেক এসেছিলাম। শনিবার ফেরার কথা থাকলেও অবরোধে আটকে পড়েছি।
এর আগে সাজেকে আটকেপড়া প্রায় দেড় হাজার পর্যটকদের মধ্যে ৩৫ জন পর্যটক সেনাবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টারে করে ঢাকায় ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মণ। তিনি বলেন, ৭২ ঘন্টা অবরোধের কারণে সাজেকে বহু পর্যটকসহ আটকে পড়েছেন যানবাহন চালক ও পরিবহন শ্রমিক।
প্রসঙ্গত, গেল বুধবার জেলার নিউজিল্যান্ড এলাকায় গণপিটুনিতে মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে দীঘিনালা ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি লারমা স্কয়ারের দিকে যাওয়ার সময় পাহাড়িরা বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে লারমা স্কয়ারে দোকানপাট ও বসত বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে যায় শতাধিক দোকানপাট ও বসতবাড়ি। এ ঘটনায় তিনজন নিহত হয়।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি